ইসলামী দলের সংজ্ঞা ও জামায়াতে ইসলামী বাংলাদেশ
প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ ইসলামী দল কি না? ইসলামী দলের সংজ্ঞা কী? জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে তাদের সাথে কাজ করলে গোনাহ হবে কি না?
উত্তর : জনাব আবুল আ’লা মওদুদী কর্তৃক প্রতিষ্ঠিত ‘জামায়াতে ইসলামী’ দলটির ভিত্তি এমন আক্বীদার ওপর প্রতিষ্ঠিত, যা কোরআন-সুন্নাহর সমর্থিত নয়। তাই এ দলটিকে ইসলামী দল বা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত বলা যায় না। কারণ ইসলামী দল এমন দলকে বলা হয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী তথা যারা আক্বায়েদ ও আহকামাতের ব্যাপারে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও সাহাবায়ে কেরামের নীতির ওপর রয়েছেন এবং কোরআনের সাথে সাথে সুন্নাতে রাসূলকেও দলিল হিসেবে গ্রহণ করে এবং এর ওপর আমল করে থাকে। কাজেই জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে কাজ করা এবং একে সাহায্য-সহযোগিতা করা বৈধ নয়। (১১/৬৫২/৩৬৩৬)
Tag:জামায়াতে ইসলামী