05May, 2021 সালাম ফেরানোর আগেই মাসবুকের দাঁড়িয়ে যাওয়ার হুকুম Posted by admin Categories খন্ড : ০৩, মাসবুক ও লাহেকের বিধান প্রশ্ন : আমি আসরের নামাযে মাসবুক হই, কিন্তু তাশাহহুদ শেষ করেই দাঁড়িয়ে বাকি নামায আদায় করতে থাকি, অথচ ইমাম সাহেব তখনো নামাযেই আছেন, অর্থাৎ সালাম ফেরাননি। নামায শেষে ইমাম সাহেবকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনার নামায হয়নি, কারণ … Read More