প্রশ্ন : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কার নিকট বাইআত হয়েছেন? উত্তর : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজেই সাহেবে শরীয়ত হওয়ায় কারো হাতে বাইআত গ্রহণ করার প্রশ্নই আসে না। (১২/৪৭৪/৩৯৯৮)
প্রশ্ন : বর্তমান যুগে সঠিক পীরের হাতে বাইআত গ্রহণ করা ফরয, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? উত্তর : সুখ ও শান্তিময় জীবন ব্যাধিমুক্ত সুস্থ-সবল শরীর ছাড়া লাভ হয় না। তাই মানুষ নিজেকে ব্যাধিমুক্ত সুস্থ-সবল রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়। অনুরূপভাবে শরীয়তের …