কেন্দ্রীয় দারুল ইফতা

দারুল ইফতা হতে দেশ-বিদেশের বিভিন্ন প্রশ্নের লিখিত ও মৌখিক সমাধান দেওয়া হয়ে থাকে। ১১ জন বিজ্ঞ মুফতীর দীর্ঘ নিরীক্ষণের পর একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে স্বাক্ষরসহ তা প্রকাশিত হয়।

কেন্দ্রীয় দারুল ইফতা :

অত্র বিভাগ মানবজীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ব্যাবসায়িক সমস্যার শরীয়াহভিত্তিক সমাধান প্রদানের কাজে নিয়োজিত। দেশ-বিদেশ থেকে প্রেরিত সর্বপ্রকার সমস্যার লিখিত, মৌখিক ও টেলিফোনের মাধ্যমে সমাধান এ বিভাগ থেকেই দেওয়া হয়। এতে বর্তমান ১২ জন সুদক্ষ মুফতিয়ানে কেরাম কর্তব্যরত আছেন।
বিগত দিনে এই বিভাগ থেকে লিখিত আকারে প্রদত্ত ফাতাওয়াসমূহের সংকলন ১২ খণ্ডে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, এটিই দেশে বাংলা ভাষায় প্রকাশিত সর্বপ্রথম পূর্ণাঙ্গ ফাতাওয়ার কিতাব।

Course Curriculum

Time: 96 weeks
Curriculum is empty

ABOUT INSTRUCTOR