উচ্চতর হাদীস গবেষণা বিভাগ
দুই বছরের কোর্সসংবলিত এ বিভাগে দাওরায়ে হাদীসে উত্তীর্ণ মেধাবী ছাত্রদের ভর্তি করা হয়। উচ্চ ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ উস্তাদগণের তত্ত্বাবধানে এই বিভাগ পরিচালিত হয়। এতে পূর্ববর্তী মুহাদ্দিসগণ কর্তৃক প্রবর্তিত হাদীস শরীফ সংরক্ষণের মূলনীতির আলোকে হাদীসের উচ্চজ্ঞান ও মৌলিক বিষয়াদির ওপর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।