ঊচ্চতর ফিকহ ও ফতওয়া গবেষণা বিভাগ :
পরিচিতি ও বৈশিষ্ট্য ইসলামী ফিকহ ও ফতওয়ার ওপর ঊচ্চতর গবেষণামূলক পড়াশোনার জন্য দুই বছর মেয়াদি শিক্ষা কোর্সসম্বলিত এ বিভাগটি হলো ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের আওতাধীন বিভাগসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এতে বাংলাদেশের বিভিন্ন বড় বড় জামেয়া ও মাদ্রাসাসমূহ থেকে দাওরায়ে হাদীস সম্পন্নকারী মেধাবী ও যোগ্য তালেবে ইলমদেরকে কয়েকটি পর্বে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি করানো হয়ে থাকে।
মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ মাসআলাসমূহের শরয়ী সমাধান দেওয়ার ওপর তালেবে ইলমদেরকে ১১ জন অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের নেগরানীতে অধ্যয়ন ও অনুশীলন করানো হয়। বিশেষ করে নিত্যনতুন মাসআলাসমূহের ওপরও গবেষণা করার সুযোগ পায়। প্রতি বছর জরুরী দীনি বিষয়ে বিভিন্ন গবেষণামূলক কিতাবাদি লেখা হয়। এ বিভাগের সুপ্রশস্ত পরিসরে বিভিন্ন বিষয়ে প্রায় ছয় হাজার ভলিয়ম কিতাবের বিশাল সমাহার রয়েছে।
কেন্দ্রীয় ইফতা বোর্ড
দেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামের সমন্বয়ে এটি গঠিত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সৃষ্ট সমস্যার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ এ বোর্ডের অন্যতম প্রধান কাজ। এ বোর্ডের তত্ত্বাবধানে গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বোর্ডের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরাম আলোচ্য বিষয়ের ওপর তাত্ত্বিক প্রবন্ধ; রচনা ও উপস্থাপনের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হন।