উচ্চতর তাফসির গবেষণা বিভাগ
অত্র বিভাগে বিশেষজ্ঞ তাফসিরবিদ আসাতিজায়ে কেরামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ইসলামের সোনালি যুগের তাফসিরবিদগণ কর্তৃক প্রদত্ত তাফসিরবিষয়ক মূলনীতির আলোকে পবিত্র কোরআনে কারীমের তাফসিরসংক্রান্ত বিষয়াদি শিক্ষা দেওয়া হয়। দুই বছরের কোর্সসংবলিত এ বিভাগেও মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসে উত্তীর্ণ শিক্ষার্থীগণকে ভর্তি করা হয়।