এ বিভাগে ইলমে কিরাত ও তাজবীদ বিষয়ে বিশেষজ্ঞ কারী সাহেবদের তত্ত্বাবধানে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াতের প্রশিক্ষণসহ ইলমে কিরাত ও তাজবীদ বিষয়ক মূলনীতির আলোকে কোরআনে কারীমের সাত কিরাতের বিশদ বিবরণ শিক্ষা দেওয়া হয়। দুই বছর কোর্সসংবলিত এ বিভাগেও ভর্তি হওয়ার জন্য দাওরায়ে হাদীসে উত্তীর্ণ হওয়া অপরিহার্য।
* দাওরায়ে হাদীস বিভাগ
* মিশকাত বিভাগ
* হিফজে কোরআন বিভাগ
শীর্ষস্থানীয় মুরব্বিয়ানে কেরামের বিশেষ নির্দেশে এবং ছাত্রদের আগ্রহের ভিত্তিতে ১৪১৪ হিজরী সনে হাদীসে মুকাদ্দাসের এই শ্রেণীদ্বয় আরম্ভ করা হয়। আল্লাহর মেহেরবানিতে সুযোগ্য, দক্ষ ও আত্মত্যাগী মুহাদ্দিসীনে কেরামের পরিশ্রমের মাধ্যমে এই শ্রেণীদ্বয় সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে।
তৎসঙ্গে কোরআনে কারীমের সহীহশুদ্ধ তিলাওয়াত চর্চার নিমিত্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাফিজে কোরআন দ্বারা হিফজ বিভাগটিও চালু করা হয়। আলহামদু লিল্লাহ এটিও অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।