উচ্চতর ইসলামী অর্থনীতি বিভাগ

উচ্চতর ইসলামী অর্থনীতি বিভাগ বিগত শতাব্দীর শেষার্ধে শুরু হওয়া বিশ^ব্যাপী জাগরিত ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ের অগ্রযাত্রা আজ বিপ্লবের রূপ নিয়েছে সর্বত্র। মুসলমানদের মাঝে ফিরে এসেছে বিশুদ্ধ ব্যবসা-বাণিজ্যের দ্বারা হালাল উপার্জনের চিন্তা-চেতনা। “মানতে হলে জানতে হবে” ফর্মুলায় হালাল উপার্জনের জন্য সঠিক …

উচ্চতর ইসলামী অর্থনীতি বিভাগ

বিগত শতাব্দীর শেষার্ধে শুরু হওয়া বিশ^ব্যাপী জাগরিত ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ের অগ্রযাত্রা আজ বিপ্লবের রূপ নিয়েছে সর্বত্র। মুসলমানদের মাঝে ফিরে এসেছে বিশুদ্ধ ব্যবসা-বাণিজ্যের দ্বারা হালাল উপার্জনের চিন্তা-চেতনা। “মানতে হলে জানতে হবে” ফর্মুলায় হালাল উপার্জনের জন্য সঠিক পদ্ধতি জানতে আলেমদের দ্বারস্ত হচ্ছে সব শ্রেণী- পেশার মানুষ। মুসলিম উম্মাহর এই চাহিদা পূরণে বিভিন্ন দেশে ব্যাপকভাবে চলছে শিক্ষা-গবেষণাসহ অসংখ্য কার্যক্রম। আমাদের দেশেও এই বিষয়ক বিক্ষিপ্ত কিছু কাজ হলেও দেশের বৃহত্তর ধর্মীয় শিক্ষাকেন্দ্রসমূহে নিয়মতান্ত্রিক কোনো শিক্ষা ও গবেষণার ব্যবস্থা না থাকার মতোই ছিল। হযরত ফকীহুল মিল্লাত (রহ.) বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে ভাবছিলেন। এই বিষয়ে পারদর্শী পৃথিবীখ্যাত উলামায়ে কেরামের সাথে মতবিনিময় ও পরামর্শ করতে থাকেন। একপর্যায়ে ২০০৯ সালে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার জে-ব্লকে গড়ে তোলেন “সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স” নামে মারকাযুল ফিকরিল ইসলামীর একটি পৃথক ক্যাম্পাস। এই ক্যম্পাসে চালু করেন ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংবিষয়ক শিক্ষা, গবেষণাসহ বহুবিদ কার্যক্রম। এটি হযরত ফকীহুল মিল্লাত (রহ.)-এর রেখে যাওয়া সর্বশেষ প্রকল্প, যা হাঁটি হাঁটি পা পা করে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে।
এই বিভাগে দাওরায়ে হাদীসে উত্তীর্ণ মেধাবী ছাত্র ও মুফতীদের জন্য দুই বছরের কোর্স সম্বলিত “ফিকহুল মুআমালাত’ এর উপর বিশেষ কোর্স চালু রয়েছে।

Course Curriculum

Time: 10 weeks
Curriculum is empty

ABOUT INSTRUCTOR

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *