প্রশ্ন : মৃত ব্যক্তিকে সুন্নাত তরীকায় গোসল দেওয়ার নিয়ম কী? উত্তর : যে খাটে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। প্রথমে তাতে আগরবাতি অথবা অন্য কোনো সুগন্ধি দ্বারা তিনবার, পাঁচবার বা সাতবার ধোঁয়া দেবে। অতঃপর মৃতকে উক্ত খাটের ওপর রেখে মোটা …
প্রশ্ন : মাইয়্যেতকে গোসল দেওয়ার নিয়ম কী? সাধারণ ও হায়েয নিফাস অবস্থায় মৃত্যুবরণকারী মহিলার গোসলের নিয়ম কি একই রকম নাকি পৃথক? পৃথক হলে কী? উত্তর : মাইয়্যেতকে গোসল দেওয়ার নিয়ম হলো : ইস্তিঞ্জা করানোর পর ওজু করাবে। অতঃপর বরই পাতা …
প্রশ্ন : আমরা জানি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় প্রথমে তিন-পাঁচ ঢিলা দিয়ে ইস্তিঞ্জা করাবে, তারপর পানি দিয়ে পাক করবে, তারপর ওজু করাবে, তারপর বাম পার্শ্বের ওপর শুইয়ে ডান পার্শ্ব হতে মাথা থেকে পা পর্যন্ত তিনবার এমনভাবে পানি দেবে, যাতে …