প্রশ্ন : কেউ মারা গেলে তার ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে তিন দিন, সাত দিন বা চল্লিশ দিনের নামে একটি অনুষ্ঠান করা হয়। এভাবে অনুষ্ঠান করা কোরআন-হাদীস মতে জায়েয আছে কি না? মাইয়্যেতের জন্য ঈসালে সাওয়াবের সঠিক পদ্ধতি কী? দয়া করে কোরআন …
প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য সত্তর হাজার বার কলেমার নিসাব পড়ার শরয়ী বিধান কী? কোরআন-হাদীসের আলোকে জানিয়ে উপকৃত করবেন। উত্তর : এ কথা স্বতঃসিদ্ধ যে কালেমা পাঠ করে মৃত ব্যক্তির নামে ঈসালে সাওয়াব করলে তা মৃত ব্যক্তির মাগফিরাত ও সাওয়াব …
প্রশ্ন : এ প্রথা প্রচলিত যে ঈসালে সাওয়াবের জন্য আলেমদেরকে দাওয়াত খাওয়ানো হয় এবং শেষে দু’আ করার পর টাকা হাদিয়া দেওয়া হয়। জনৈক আলেম বলেন, ঈসালে সাওয়াবের বিনিময় জায়েয নেই। তাই ঈসালে সাওয়াবের জন্য খানা খাওয়ালে দু’আ করা যাবে না। …