প্রশ্ন : জুমু’আর নামায কত রাক’আত ও কী কী? সবিস্তারে আলোকপাত করলে উপকৃত হব। উত্তর : জুমু’আর ফরয দুই রাক’আত এবং পূর্বে চার রাক’আত সুন্নাতে মুআক্কাদা ও পরে চার রাক’আত সুন্নাতে মুআক্কাদা। চার রাক’আতের পর আরো দুই রাক’আত সুন্নাতে মুআক্কাদা …
প্রশ্ন : জুমু’আর আগে ও পরে সুন্নাত কত রাক’আত? জুমু’আর নামাযের পর চার রাক’আত পড়ে অধিক দুই রাক’আত পড়াকে কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেন, তা কতটুকু সঠিক? উত্তর : জুমু’আর ফরযের পূর্বে চার রাক’আত এবং পরে চার রাক’আত সর্বসম্মতিক্রমে সুন্নাতে …
প্রশ্ন : শুনেছি, হাদীসে আছে যে ব্যক্তি পর পর তিনটি জুমু’আ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তবে তার নাম মুসলমানের তালিকা থেকে কেটে যায়। অর্থাৎ কাফের হয়ে যায়। জানার বিষয় হলো, সত্যিই কি তা হয়? নাকি এটা ধমকি হিসেবে এসেছে। যদি তা-ই …