প্রশ্ন : খুতবায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম শুনলে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পড়তে হবে কি না? পড়তে হলে তার পদ্ধতি কী? উত্তর : খুতবায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম শুনে অন্তরে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলবে, মৌখিক বলার অনুমতি নেই। …
প্রশ্ন : জুমু’আর দ্বিতীয় আযানের উত্তর ও দু’আ পড়া জায়েয কি না? আর খুতবার সময় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম এলে দরূদ পড়া ও দু’আ এলে আমীন বলা যাবে কি না? উত্তর : শরীয়তের দৃষ্টিতে জুমু’আর দ্বিতীয় আযানের উত্তর দেওয়া, …
প্রশ্ন : হাদীসের কিতাবে পাওয়া যায়, ‘مستقبلا بوجوھنا’ অর্থাৎ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমু’আর খুতবা পড়ার সময় কিবলা পেছনে রাখতেন এবং মুসল্লিদের সামনে রাখতেন। কিন্তু অনেক খতীবকে দেখা যায় তাঁরা খুতবা পাঠ করার সময় চেহারা ডানে-বামে করেন, আর কিছু খতীবকে …