প্রশ্ন : ইস্তিঞ্জা এবং খাওয়ার সময় মাথায় টুপি দেওয়া বা মাথা ঢেকে রাখার কোনো প্রমাণ আছে কি না? উত্তর : খালি মাথায় খানা খেতে কোনো অসুবিধা নেই, তবে খালি মাথায় ইস্তিঞ্জায় যাওয়া আদবের পরিপন্থী। (১০/৬৫৩/৩২৯৬)
প্রশ্ন : আলেম-উলামার মুখে শুনে আসছি যে পায়খানা ও প্রস্রাবের পর ঢিলা ব্যবহার নবীজি (সা.)-এর সুন্নাত। কিন্তু একজন মৌলভী সাহেব বলেন, প্রস্রাবের পর ঢিলা ব্যবহার সুন্নাত নয়, কেননা সিহাহ সিত্তাতে তার কোনো প্রমাণ নেই। বরং শুধু পায়খানার পর ঢিলার কথাই …
প্রশ্ন : পায়খানা পরিষ্কারের জন্য তিনটি ঢিলা ব্যবহারের কথা হাদীসে রয়েছে, তাই তা সুন্নাত। কিন্তু প্রস্রাবের ব্যাপারে তো কোনো হাদীসে নেই যে ঢিলা ব্যবহার করতে হবে। তবে কি প্রস্রাবের ক্ষেত্রেও ঢিলা ব্যবহার সুন্নাত, না শুধুমাত্র পানি ব্যবহারই সুন্নাত? উত্তর : …
প্রশ্ন: ঢিলাকুলুখ ব্যবহার করা কোন ধরনের সুন্নাত? যারা কুলুখ ব্যবহার করে না তাদের হাতে পাকানো খাওয়া সম্পর্কে শরয়ী বিধান কী? ঢিলা না নিয়ে শুধু পানি দ্বারা ইস্তিঞ্জা করা যথেষ্ট কি না? বর্তমানে মানুষের মূত্রথলি খুবই দুর্বল বলে শোনা যায়। এ …
প্রশ্ন : প্রস্রাব করে কুলুখ ব্যবহার করে ৪০ কদম হাঁটা, অতঃপর পানি দ্বারা ইস্তিঞ্জা করার যে নিয়ম সাধারণত দেখা যায়, তা কতটুকু শরীয়তসম্মত? উত্তর : শরীয়তের বিধানানুযায়ী প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা জরুরি। নির্দিষ্ট পরিমাণ হাঁটা জরুরি নয়। (১৮/২৮০/৭৫৭১)
প্রশ্ন : মহিলারা প্রস্রাব-পায়খানার পর কিভাবে ঢিলা ব্যবহার করবে? শুধু প্রস্রাবের জন্য পানি খরচ করলেই চলবে, নাকি ন্যাকড়াও ব্যবহার করতে হবে? উত্তর : মহিলাদের প্রস্র্রাবের পর ঢিলা ব্যবহারের প্রয়োজন নেই। পায়খানার ক্ষেত্রে ঢিলা সামনে থেকে পেছনের দিকে নেবে। (৯/৬৩৪/৬৭৫৭)
প্রশ্ন : আংটিতে বিসমিল্লাহর সাংকেতিক নম্বর ৭৮৬ বাংলায় লেখা থাকলে তা হাতে দিয়ে পায়খানা-প্রস্রাবে যাওয়ার বিধান কী? উত্তর : এ ধরনের সংখ্যাবিশিষ্ট আংটি পরে পায়খানা-প্রস্রাবে যাওয়া যাবে। (৫/১০/৭৯০)
প্রশ্ন : আমার সন্তানকে লেখাপড়াতে দিয়েছি। একদিন ছেলের পকেটে দেখি একখানা খাতা, তাতে লেখা রয়েছে কিছু কোরআনের আয়াত ও কিছু হাদীস শরীফ। প্রশ্ন হলো, ওই খাতা পকেটে নিয়ে যদি ছেলে টয়লেট ইত্যাদিতে যায়, তবে শরীয়তের দৃষ্টিতে কেমন হবে? প্রমাণসহ জানালে …