প্রশ্ন : জোহরের সুন্নাত এক রাক’আত অথবা দুই রাক’আত হলে জামাআত দাঁড়িয়ে যায়, এমতাবস্থায় শরীয়তের হুকুম কী? উত্তর : সুন্নাত নামায এক-দুই রাক’আত পড়া অবস্থায় জামাআত দাঁড়িয়ে গেলে দুই রাক’আত শেষ করে সালাম ফিরিয়ে জামাআতে শরীক হয়ে যাবে এবং জামাত …
প্রশ্ন : জোহরের সুন্নাত নামাযের এক রাক’আত অথবা দুই রাক’আত হয়েছে, এমতাবস্থায় জামাআত দাঁড়িয়ে গেছে। এ ক্ষেত্রে কী করণীয়? উত্তর : সুন্নাত নামায এক-দুই রাক’আত পড়া অবস্থায় জামাআত দাঁড়িয়ে গেলে দুই রাক’আত শেষ করে সালাম ফিরিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। …
প্রশ্ন : ইদানীং দেশের বিভিন্ন মসজিদের মেহরাবের ওপরে “লাল বাতি জ্বলাকালীন সুন্নাত ও নফল পড়া বন্ধ রাখুন” এমন বাক্য লেখা থাকে এবং জামাআত শুরু হওয়ার দু-এক মিনিট পূর্বে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়, যাতে মুসল্লিগণ বুঝতে পারেন যে এখন আর …