২০০ কেজি পানিতে কোনো নাপাক বস্তু পড়লে পানি নাপাক হয়ে যাবে
প্রশ্ন : ২০০ কেজি পানির মধ্যে নাপাক পড়লে তা দ্বারা ওজু হবে কি না?
উত্তর : ২০০ কেজি সাধারণত (ماء کثیر)-এর অন্তর্ভুক্ত হয় না বিধায় ওই পরিমাণ পানির মধ্যে নাপাক পড়লে তা দ্বারা ওজু-গোসল শুদ্ধ হবে না। (৭/৪২৬/১৬৮১)