হিন্দুর সুঁই পড়া শরীরে স্থাপন করা
প্রশ্ন : ছোটকালে আমার বেশি রোগ হতো। তাই আমি একজন হিন্দু বৈদ্য থেকে আমার বাহুতে সুঁই পড়া নিলাম, যেন আর কোনো দিন আমার রোগ না হয় এবং কেউ যেন জাদু না করতে পারে। কিন্তু কেউ কেউ বলছে, এই সুঁই পড়া নেওয়ার কারণে নাকি আমার কোনো ইবাদত-বন্দেগি কবুল হবে না। এতে আমি খুব চিন্তিত। তাই উল্লিখিত সমস্যার সমাধান আমাকে কোরআন-হাদীসের আলোকে জানালে চির কৃতজ্ঞ থাকব।
উত্তর : এ ধরনের সুঁই পড়ার আমলে কুফুরী-শিরকীর সম্ভাবনা প্রবল। তাই তা ব্যবহার করা জায়েয হবে না। অনতিবিলম্বে তা বের করে নেবে। তবে সুঁই পড়া শরীরে থাকার কারণে ইবাদত-বন্দেগী কবুল হবে না মনে করা ঠিক নয়। (১৯/৬৬৪/৮৩৭১)