হায়েয চলাকালীন স্ত্রীর কোনো অঙ্গ দ্বারা তৃপ্তি লাভ করা
প্রশ্ন : হায়েয অবস্থায় হাঁটু থেকে নাভি পর্যন্ত অঙ্গগুলো থেকে (পর্দা অর্থাৎ কাপড়চোপড় ব্যতীত) ফায়দা উঠানো নাকি জায়েয নেই। কেউ কেউ বলেন, হায়েয অবস্থায় স্ত্রীর নির্দিষ্ট লজ্জাস্থানকে যৌন মিলন থেকে বাঁচিয়ে রাখাই উদ্দেশ্য। প্রশ্ন হলো, হায়েয অবস্থায় স্ত্রীর লজ্জাস্থান বাদ দিয়ে হাঁটু থেকে নাভির মাঝখানের অন্য অঙ্গগুলো (যেমনÑদুই রানের ফাঁক ইত্যাদি) থেকে পর্দা ছাড়াই ফায়দা উঠানো শরীয়তে জায়েয আছে কি না?
উত্তর : যৌনাঙ্গ বাদ দিয়ে অন্যান্য অঙ্গ (হাঁটু থেকে নাভি পর্যন্ত) দ্বারা তৃপ্তিলাভের একটি মত থাকলেও গ্রহণযোগ্য মতানুযায়ী তা নিষিদ্ধ। (৪/২৮৭/৬৯৫)
Tag:হায়েয