হায়েয চলাকালীন নূরানী নিসাবের বই স্পর্শ করা
প্রশ্ন : নূরানী নিসাবের বই যাতে আরবী হরফ, চারটি সূরা ও নামাযের দু’আ এবং তাজবীদ রয়েছে, উক্ত কিতাবটি মহিলাগণ মাসিক অবস্থায় ধরতে পারবে কি না?
উত্তর : বই-পুস্তক বা দ্বীনি কিতাবাদি, যেখানে কোরআন শরীফের আয়াতও লেখা থাকে মাসিক অবস্থায় মহিলাদের জন্য পড়া বা স্পর্শ করা জায়েয। তবে কোরআনের আয়াত পড়া বা স্পর্শ করা যাবে না। (৫/১৭৬/৮৬৯)
Tag:হায়েয