হায়েয চলাকালীন কোরআনে কারীম স্পর্শ করা নিষিদ্ধ
প্রশ্ন : মেয়ে যখন নিয়মিত কোরআনে কারীমের হেফজ সবক পড়ে তখন হায়েয অবস্থায় কোরআন শরীফ ইয়াদ করা বা পড়া জায়েয আছে কি না?
উত্তর : মেয়েদের মাসিক চলা অবস্থায় কোরআন শরীফ হাতে স্পর্শ করা বা মুখস্থ পাঠ করা দুরস্ত নয়। বেশি দিন বিরতির কারণে হেফজে ব্যাঘাত হওয়ার আশঙ্কা বোধ করলে পাক-পবিত্র কাপড়ের সাহায্যে পাতা উল্টিয়ে মনে মনে মুখে উচ্চারণ ছাড়া পড়বে, অথবা অন্যের দ্বারা পড়িয়ে নিজে শুনবে। ২/২০৩/৪১৭
Tag:হায়েয