হায়েয অবস্থায় সহবাস হারাম তবে স্ত্রী তালাক হয় না
প্রশ্ন : হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করার বিধান কী? হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করলে স্ত্রী তালাক হবে কি না?
উত্তর : হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম তথা কবিরা গোনাহ। এ ধরনের হারাম কাজে লিপ্ত হলে তাওবা করা জরুরি। তবে এর দ্বারা স্ত্রীর ওপর কোনো তালাক পড়ে না। (৮/৪৮৬/২২২২)
Tag:হায়েয