হাফ হাতার শার্ট-গেঞ্জি পরে নামায পড়া
প্রশ্ন : হাফ শার্ট ও গেঞ্জি পরে নামায পড়া যায় কি না?
উত্তর : যে সমস্ত কাপড় পরিধান করে কোনো মহতি মাহফিলে যেতে সংকোচ বোধ হয় ওই সমস্ত কাপড় পরিধান করে নামায পড়া মাকরূহ। তবে কারো কাছে হাফ শার্ট বা গেঞ্জি থেকে ভালো কাপড় না থাকলে সে ওই শার্ট দিয়ে নামায পড়ে নেবে, তার জন্য মাকরূহ হবে না। (৬/৫২/১০৬৮)
Tag:শার্ট-গেঞ্জি