হাফ শার্ট, গেঞ্জি পরিধান করে নামায পড়া
প্রশ্ন : হাফ শার্ট বা হাফ গেঞ্জি গায়ে দিয়ে নামায হবে কি না? কোন পোশাক পরিধান করে নামায পড়া উত্তম? শরীয়তের আলোকে জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর : সুন্নাতী পোশাক অর্থাৎ পাঞ্জাবি, লুঙ্গি-পায়জামা, টুপি-পাগড়ি পরিধান করে নামায পড়া উত্তম। হাফ শার্ট বা হাফ গেঞ্জি পরে নামায পড়লে নামায শুদ্ধ হয়ে যাবে। আর এমন পোশাক, যা গায়ে দিয়ে সম্মানিত মজলিসে যেতে লজ্জাবোধ হয়, তা পরে নামায পড়া মাকরূহে তানযীহী। (১৭/৩০৪/৭০৫১)
Tag:হাফ শার্ট