হাফেজকে খানা খরচ বাবদ হাদিয়া প্রদান
প্রশ্ন : হাফেজ সাহেবগণ কোনো প্রকার বিনিময় চুক্তি ছাড়াই খতমে তারাবীহ পড়িয়েছেন। তবে খতমের পর হাফেজ সাহেবদের অনিচ্ছা সত্ত্বেও যদি মুসল্লিগণ রমাজান মাসের খানার খরচ বা হাদিয়া বলে জোরপূর্বক টাকা দিয়ে দেয়, তাহলে ওই হাফেজের করণীয় কী? এবং হাফেজ সাহেব উক্ত টাকা দিয়ে কিতাব ক্রয় করে থাকলে কী করণীয়?
উত্তর : চুক্তি ছাড়া তারাবীহ পড়ানোর পর যে হাদিয়া প্রদান করা হয় তার প্রচলন হওয়াতে তাও মূলত পারিশ্রমিক প্রদানের একটি পদ্ধতি বিশেষ। আর খতমে তারাবীহ পড়িয়ে যেহেতু পারিশ্রমিক নেওয়া বৈধ নয়, তাই উক্ত হাফেজ সাহেবগণের জন্য বাধ্যকৃত ওই হাদিয়া গ্রহণ করা এবং ওই টাকার বিনিময়ে কিতাব ইত্যাদি ক্রয় করাও জায়েয হবে না এবং দাতা-গ্রহীতা উভয়েই গোনাহগার হবে। আর উক্ত টাকার ক্রয়কৃত কিতাব দাতাদেরকে ফেরত দিতে হবে। সম্ভব না হলে গরিব ছাত্রদের সদকা করে দিতে হবে। (১৯/২৭২/৮১৪২)
Tag:তারাবিহ, হাদিয়া, হাফেজকে খানা খরচ