হাদীস পড়ার ফজীলত
প্রশ্ন : কোরআন শরীফের এক হরফ পড়লে ১০টি নেকি পাওয়া যায়, হাদীস শরীফ পড়লে সে পরিমাণ নেকি পাওয়া যাবে কি?
উত্তর : কোরআন শরীফ পড়লে প্রতি হরফে ১০টি নেকি পাওয়া যায়, এ কথা হাদীস শরীফে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু হাদীস শরীফ পড়লে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যাবে, এ কথা কোথাও উল্লেখ নেই। তবে হাদীস শরীফ পড়ার দ্বারা উক্ত সাওয়াব পাওয়া না গেলেও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র মুখ থেকে উচ্চারিত ভাষা হওয়ায় বরকত অবশ্যই পাবে। (৮/৯২১/২৮২৩)
Tag:হাদীস