হাজীগণ ঈদুল আযহার নামায পড়েন না কেন
প্রশ্ন : হাজীদের ঈদুল আযহার নামায পড়তে হয় না কেন?
উত্তর : যেহেতু ঈদুল আযহার সময় হাজীগণ হজের ফরয এবং গুরুত্বপূর্ণ কাজসমূহ আদায়ে ব্যস্ত থাকেন, তাই তাঁদের জন্য ঈদের নামায আদায় করা ওয়াজিব নয়। শরীয়ত কর্তৃক তাঁদের জন্য ছাড় দেওয়া হয়েছে। (১৭/৯৩২/৭৩৯৫)