হাজির-নাজির আকীদা পোষণকারীর ইমামতি
প্রশ্ন : যে সমস্ত ইমামগণ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে হাজির-নাজির মনে করে বা তা মনে না করে কিয়াম করে তাঁদের পেছনে নামায আদায় করা ও তাঁদেরকে দাওয়াত খাওয়ানো বৈধ হবে কি না?
উত্তর : সুন্নাতে রাসূলের অনুসারী দ্বীনদার পরহেযগার ব্যক্তিই ইমামতের যোগ্য, তাঁদেরকে দাওয়াত খাওয়ানো সাওয়াবের কাজ এবং তাঁদের দু’আ কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে হাজির-নাজির বলে আকীদা পোষণ করা ইসলামী আকীদা পরিপন্থী। এ ধরনের ভ্রান্ত আকীদা পোষণকারী ব্যক্তিগণকে ইমাম বানানো নিষিদ্ধ। তাঁদেরকে দাওয়াত খাওয়ানোর মধ্যে ও কোনো সাওয়াবের আশা নাই। আর তাঁদের দ্বারা দু’আ করালে দু’আ কবুল হওয়ার সম্ভাবনাও নেই। (শুআবুল ঈমান : ৭/৬১, মিরকাতুল মাফাতিহ : ১/৪৩৩)
Tag:হাজির-নাজির