হাউজের পরিধি ১০ হাত দৈর্ঘ্য ও অর্ধ হাত প্রস্থ
প্রশ্ন: পানি ১০ হাত দৈর্ঘ্য ও অর্ধ হাত প্রস্থ, অর্থাৎ ‘দাহদরদাহ’-এর চেয়ে কম হলে ‘বেশি পানি’ হিসেবে গণ্য হবে কি না?
উত্তর : হানাফী মাযহাব মতে, পানি কম-বেশির পরিমাণ নির্ধারণে ব্যবহারকারীর প্রবল ধারণাপ্রসূত সিদ্ধান্তকে মাপকাঠি বানানো হয়েছে। আর ব্যবহারকারী যদি এমন হয় যে সে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে অপারগ, তখন ‘দাহদরদাহ’ অর্থাৎ ১০০ বর্গহাতের কম হলে কম এবং এর বেশি হলে ‘বেশি পানি’ হিসেবে গণ্য করা হবে। আল্লামা শামী (রহ.)-এর মতে, বর্তমান যুগে ধারণা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন হওয়ায় ‘দাহদরদাহ’ অর্থাৎ ১০০ বর্গহাতকেই পানি কম-বেশির মাপকাঠি নির্ধারণ করে ফতওয়া দেওয়া হয়ে থাকে। (২/১৮৭/৪০৬)