হাইড্রোজেন ও অক্সিজেনের সংমিশ্রণে উৎপন্ন পানির বিধান
প্রশ্ন : স্কুল-কলেজের ল্যাবরেটরী ও বিভিন্ন বিজ্ঞানাগারে হাইড্রোজেন ও অক্সিজেন মিলিয়ে যে পানি উৎপন্ন হয়, তা দিয়ে ওজু গোসল বৈধ হবে কিনা?
উত্তর : হাইড্রোজেন ও অক্সিজেন মিলিয়ে যে পানি উৎপন্ন করা হয় তাতে যদি পানির গুণাবলী তথা পানির স্বাদ, ঘ্রাণ ও রং বিদ্যমান থাকে এবং নাপাকের মিশ্রণও না হয় তাহলে সাধারণ পানির হুকুমের অন্তর্ভুক্ত হবে, যা দ্বারা ওজু গোসল তথা পবিত্রতা অর্জন বৈধ হবে। (১৭/৫২০/৭১৫৩)