হক্কানী উলামায়ে কেরামকে তাচ্ছিল্যকারীর ইমামত
প্রশ্ন : যদি কোনো ইমাম সাহেব জুমু’আর বয়ানে উত্তেজিত কণ্ঠে হক্কানী উলামায়ে কেরাম/বযুর্গানে দ্বীনকে (যথা : হাফেজ্জী হুজুর রহ.) তুচ্ছতাচ্ছিল্যের সাথে (উদাহরণস্বরূপ) গাধার সাথে তুলনা করেন, তাঁর পেছনে নামায পড়ার হুকুম কী?
উত্তর : হক্কানী উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনকে হেয়প্রতিপন্ন করা এবং তাঁদেরকে তুচ্ছতাচ্ছিল্যের সাথে গাধার সাথে তুলনা করা মারাত্মক গোনাহ ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের উক্তির দ্বারা অনেক ক্ষেত্রে ঈমান চলে যাওয়ার আশঙ্কা, তাই এ ধরনের উক্তিকারী ইমাম তাওবা না করা পর্যন্ত তাঁর পেছনে নামায পড়া মাকরূহে তাহরীমী হবে। (মুসলমি ৬/৫০, এমদাদুল আহকাম : ১/৫১০, আহসানুল ফাতাওয়া : ১/৩৮)