স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া শুলকবহর মাদরাসার বার্ষিক মাহফিল শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাদরাসার মূল ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
শুলকবহর মাদরাসা ও ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার পরিচালক মুফতি আরশাদ রাহমানীর সভাপতিত্বে ঐতিহাসিক এ মাহফিল অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে আল হাইআতুল উলিয়া লিল-জামিআতিল কওমিয়াহ- এর সদস্য আরশাদ রাহমানী মাহফিলে আসতে ইচ্ছুক ওলামায়ে কেরাম ও মুসল্লিদেরকে মাস্ক পরিধানসহ সব ধরনের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
দুই দিনব্যাপী ওই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজ ও ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।