স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় ও স্বর্ণ ব্যবহারের হুকুম
প্রশ্ন : কোনো মহিলার স্বামী মারা গেলে তার করণীয় কী? তার জন্য স্বর্ণ ব্যবহারের বিধান কী? কেউ কেউ বলে যে ওই মহিলার বড় ছেলে নাকি তাকে স্বর্ণ ব্যবহার করতে দিলে ব্যবহার করতে পারবে, এ ব্যাপারে শরীয়তের হুকুম কী?
উত্তর : স্বামী মারা যাওয়ার সময় স্ত্রী যে ঘরে ছিল সেখানেই ইদ্দত পালন করতে হয়। এ সময় কোনো আত্মীয়স্বজন বা কারো বাড়িতে যাওয়া যায় না, অলংকার ব্যবহার ও কোনো প্রকারের সাজসজ্জা করা যায় না। বড় ছেলের প্রদত্ত অলংকার ব্যবহার করতে পারার কথা ভিত্তিহীন। (৭/৪৪৮/১৬৭৪)