স্থান পরিবর্তন করে মসজিদ সানী জামাআত
প্রশ্ন : জামে মসজিদে যেখানে ইমাম ও মুয়াজ্জিন নির্দিষ্ট আছে এবং নির্ধারিত সময়ে জামাআতও হয়, এমন মসজিদে দ্বিতীয় জামাআত করা জায়েয কি না? কেউ কেউ বলেন যে দ্বিতীয় ইমাম যদি প্রথম ইমামের জায়গা থেকে সরে দাঁড়ান তাহলে জায়েয হবে। জনৈক আলেম বলেন যে জামে মসজিদে দ্বিতীয় জামাআত জায়েয আছে এবং তিনি হাদীস থেকে প্রমাণ দিয়েছেন এবং তাঁর পক্ষে কিছু হানাফী আলেমও আছেন। আর কিছু আলেম বলেন যে জামে মসজিদে দ্বিতীয় জামাআত জায়েয নেই। সঠিক বিধান প্রমাণসহ জানতে চাই।
উত্তর : যে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন নির্দিষ্ট আছে এবং নির্ধারিত সময়ে জামাআত অনুষ্ঠিত হয়, সে রকম মসজিদে স্থানীয় মুসল্লিদের জন্য প্রথম জামাআতের স্থানে দ্বিতীয় জামাআত করা হাদীস শরীফের বর্ণনা ও ফিকাহবিদগণের সম্মিলিত মতানুযায়ী মাকরূহ। আর প্রথম জামাআতের স্থান পরিবর্তন করলে দ্বিতীয় জামাআত সহীহ হয় বলে ইমাম আবু ইউসূফ (রহ.)-এর একটি মত থাকলেও ইমাম আবু হানীফা (রহ.)-এর মত ও হানাফী মাযহাবের নীতিমালা অনুযায়ী তাও মাকরূহ। (৬/৪৩২/১২৭৩)
Tag:সানী জামাআত