স্ত্রী সদকার উপযুক্ত প্রিয় বস্তু নয়
প্রশ্ন : সূরা আলে ইমরানের ৯২ নং আয়াতে বলা হয়েছে যে, “কস্মিনকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করো। আর তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন।” উল্লিখিত আয়াতের অর্থের পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি বলেন, আমার কাছে আমার স্ত্রী প্রিয়বস্তু অন্যকে দান না করা পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারব না। উক্ত ব্যক্তির হুকুম এবং উল্লিখিত আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
উত্তর : কোরআন-হাদীসের যত জায়গায় দান-সদকা ও আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলা হয়েছে সব জায়গায় ধন-সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্নোল্লিখিত আয়াতেও প্রিয় বস্তু দ্বারা ধন-সম্পদ এবং দান করার উপযুক্ত বস্তুই বোঝানো হয়েছে। নিজের স্ত্রী কোনো মালিকানা সম্পদ নয়, তাই তাকে দান করারও প্রশ্ন আসে না। প্রশ্নোল্লিখিত ব্যক্তির উক্তি শরীয়ত নিয়ে উপহাস করার নামান্তর। না বুঝে বলা চরম অজ্ঞতা, আর বুঝেশুনে এ ধরনের উক্তি করলে ঈমান হারানোর প্রবল আশংকা। অনতিবিলম্বে তাওবা করা জরুরি। (১৬/৮৭/৬৪০১)
তাফসিরে রুহুল মাআনি : 2/297, মাআরিফুল কোরআন : 2/108