স্কুলে পড়া বৈধ কি না
প্রশ্ন : আমি এক স্কুলের শিক্ষিকা, বহুদিন ধরে আমি ওখানে শিক্ষা দিয়ে আসছি এবং আমার ছেলেমেয়েদেরকেও স্কুলে অধ্যয়নের জন্য পাঠাচ্ছি। এখন আমি জানতে চাচ্ছি, ¯ু‹লে পড়া বা পড়ানো বৈধ আছে কি না? থাকলে কিভাবে?
উত্তর : ফরয পরিমাণ ধর্মীয় শিক্ষা অর্জন করার পর প্রয়োজনীয় দুনিয়াবী জ্ঞান-বিজ্ঞান শরীয়তের সীমারেখায় থেকে অর্জন করা শরীয়ত পরিপন্থী নয়। কিন্তু শরীয়তের সীমারেখা উপেক্ষা করে বর্তমান যুগের স্কুল-কলেজে প্রচলিত সহশিক্ষার পদ্ধতিতে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া বৈধ নয়।
পবিত্র কোরআনুল কারীমে মহিলাদেরকে কোনো শরয়ী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কোনো মহিলার প্রয়োজনীয় ভরণপোষণের ব্যবস্থা না থাকলে কেবলমাত্র বালিকা স্কুলেই পরিপূর্ণ শরয়ী পর্দা রক্ষা করে শিক্ষকতা করতে পারবে, অন্যথায় নয়। (১১/৫২৬)