সের ও কেজির হিসাবে সা’র পরিমাণ
প্রশ্ন : বাংলা সের হিসাব অনুযায়ী সা’/আধা সা’-এর পরিমাণ কতটুকু? আর কেজির হিসাবে আধা সা’ ও পূর্ণ সা’র পরিমাণ কতটুকু?
উত্তর : বাংলা সের হিসেবে ১ সা’-এর পরিমাণ ৩ সের ৬ ছটাক এবং আধা সা’-এর পরিমাণ ১.৫ সের ৩ ছটাক। আর কেজি হিসাবে ১ সা’-র পরিমাণ ৩ কেজি ১৮৯ গ্রাম ২৮০ মিঃ গ্রাম। আর আধা সা’-র পরিমাণ ১ কেজি ৫৭৪ গ্রাম ৬৪০ মিঃ গ্রাম। (১৮/৩৮০/৭৬৩৯)