সেক্যুলারের ধর্মীয় আমল কাজে আসবে কি না
প্রশ্ন : অনেকেই ব্যক্তিগত জীবনে ইসলামের যাবতীয় অনুশাসন বা নিয়মনীতি মেনে চলে; কিন্তু সে রাজনৈতিকভাবে সেক্যুলার বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ধর্মনিরপেক্ষতা কুফরী মতবাদ। সুতরাং এ ধরনের রাজনীতিবিদদের সৎকর্ম কোনো কাজে আসবে কি না?
উত্তর : সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতা একটি কুফরী মতবাদ। যদি কোনো ব্যক্তি বাস্তবেই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হয় তাহলে তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। সুতরাং এমন দল বা পার্টি করা ঠিক নয়, যারা সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। পক্ষান্তরে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নয়, তারা রাজনীতির অঙ্গনে যেকোনো দলই করুক না কেন, তাদের নেক আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য না হওয়ার কোনো কারণ নেই। কেননা বাংলাদেশের অনেক সরলপ্রাণ সাধারণ মুসলমান আছে, যারা এ ধরনের দল করে; কিন্তু তারা জানে না ধর্মনিরপেক্ষতা কী জিনিস। তাই তাদের নেক আমল আল্লাহর নিকট কবুল হওয়ার আশা করা যায়। (১১/৬৩১/৩৬০২)
Tag:সেক্যুলারের