সৃষ্টির সংখ্যা
প্রশ্ন : অনেকে বলে থাকে, আল্লাহ তা’আলা ১৮ হাজার মাখলুক সৃষ্টি করেছেন। এর প্রমাণ কোথাও আছে কি?
উত্তর : তাফসীর বিশারদগণের মধ্যে এ নিয়ে মতবিরোধ রয়েছে। ৪০ হাজার, ৮০ হাজার, ১ লাখেরও মত রয়েছে। সকল মতের সারসংক্ষেপ এই যে কমপক্ষে ১৮ হাজার বলা যায়। আবার কেউ বলেন যে এ ব্যাপারে আল্লাহ ছাড়া কেউই জানে না। (১/৩৭৭/১৭৮)