সূর্যোদয় ও সূর্যাস্ত কখন থেকে গণ্য হবে
প্রশ্ন : সূর্যোদয় ও সূর্যাস্ত কখন থেকে ধরা হবেÑসূর্য পুরোপুরি উঠে গেলে বা পুরো ডুবে গেলে, নাকি সূর্য ওঠা এবং ডোবা শুরু হলে?
উত্তর : সূর্য ওঠা এবং ডোবা শুরু হলেই সূর্যের উদয় হয়েছে বা সূর্য অস্ত গেছে গণ্য করা হবে। (১৪/৯১৫/৫৭৯১)