সূর্যোদয়ের সময় আদায়কৃত নামায কাযা করতে হবে
প্রশ্ন : জনৈক ব্যক্তি ফজরের নামায আদায় করার সময় মনে করেছিল ওয়াক্ত আছে। নামায আদায় করার পর ঘড়ি ও ক্যালেন্ডারের সাথে মিলিয়ে দেখে যে যখন সে নামায আদায় করেছে তখন সূর্য উদিত অবস্থা, শরীয়তে তখন নামায পড়া নিষেধ। যেমন কেউ ১২ জুলাই পটুয়াখালীতে ৫টা ২৫ মিনিটে ফজরের নামায আদায় করেছে। এখন উক্ত নামায পুনরায় কাযা আদায় করতে হবে কি না? যদি কাযা আদায় করতে হয় তবে সুন্নাতের কাযাও আদায় করতে হবে কি না?
উত্তর : সূর্যোদয়ের সূচনা থেকে ১০ মিনিট পর্যন্ত নামায পড়া নিষিদ্ধ। ভুলবশত ফজরের ফরয বা সুন্নাত ওই সময়ের কোনো অংশে পড়লে তা পুনরায় কাযা করতে হয়। সুন্নাত সূর্যোদয়ের পূর্বে পড়া হলে শুধু ফরয কাযা করতে হবে। আর সুন্নাত ওই নিষিদ্ধ সময়ের ভেতরে পড়া হলে যাওয়ালের পূর্ব পর্যন্ত সুন্নাতসহ কাযা করবে। উল্লেখ্য, সঠিক হিসাব মতে, ১২ জুলাই পটুয়াখালী সূর্যোদয়ের সূচনা ৫টা ২৩ মিনিট থেকে হয়। (৮/২৮৬/২১২৩)