সূরা হাশর পাঠ করার সঠিক পদ্ধতি
প্রশ্ন : আমাদের মসজিদে ইমাম সাহেব প্রত্যেক ফজর নামাযের পর উচ্চ স্বরে সূরা হাশর পাঠ করেন আর তাঁর সাথে সাথে উচ্চস্বরে মুসল্লিগণও পাঠ করেন। আমাদের এলাকার জনৈক মুফতি সাহেব এই পদ্ধতিকে বিদ’আত বলেছেন। প্রশ্ন হলো, উক্ত মুফতি সাহেবের কথা কি ঠিক? তা না হলে সূরা হাশর পড়ার সঠিক পদ্ধতি কী?
উত্তর : সূরা হাশরের আখেরি তিন আয়াত পড়ার পদ্ধতি হলো, প্রত্যেকে একাকী শুরুতে তিনবার اعوذ بالله السمیع العلیم من الشیطان الرجیم পড়ে আয়াতগুলো পড়বে। তবে মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রশ্নোল্লিখিত পদ্ধতিতেও পড়ানোর অবকাশ আছে। কিন্তু লক্ষ রাখতে হবে যেন অন্য কোন ব্যক্তির ইবাদতে ব্যাঘাত না ঘটে। আর সবার শিখা হয়ে যাওয়ার পর উক্ত পদ্ধতি পরিহার করে শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে পারবে। (১৫/৯৯১/৬৩৪০)
তিরমিজি, হাদিস : 2922, রদ্দুল মুহতার : 1/660