সূরা হাশরের শেষ তিন আয়াত বিসমিল্লাহসহ পড়ার হুকুম
প্রশ্ন : কিছু লোক বলে, সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াতে اعوذ بالله পড়ার পরেبسم الله الرحمن الرحیم পড়লে শুধু তেলাওয়াতের সাওয়াব পাওয়া যায় তবে হাদীসে বর্ণিত ফজীলত পাওয়া যাবে না। উক্ত বক্তব্য কতটুকু সত্য?
উত্তর : সূরায়ে হাশরের শেষ তিন আয়াত প্রসঙ্গে হাদীস শরীফে যে ফজীলত এবং পড়ার যে পদ্ধতি বর্ণিত হয়েছে কেউ যদি তার ব্যতিক্রমে বিসমিল্লাহসহ পড়ে তাহলেও সে উক্ত ফজীলত থেকে বঞ্চিত হবে না। সূরায়ে হাশরের শেষ তিন আয়াতের ফজীলত সম্পর্কীয় যতগুলো হাদীস বর্ণিত হয়েছে, তার অধিকাংশ হাদীসেই اعوذ باللہ السمیع العلیم من الشیطان الرجیم এর কথা উল্লেখ নেই। সেই হাদীসগুলোর প্রতি লক্ষ করলেই বুঝে আসে যে মূলত এখানে শেষ তিন আয়াতই উদ্দেশ্য। اعوذ باللہ السمیع العلیم من الشیطان الرجیم তিনবার পড়াটা এর বিশেষ আদব। অন্যান্য সূরার যে ফজীলত বর্ণিত হয়েছে সেখানেও بسم اللہ، اعوذ بالله এর কথা উল্লেখ নেই। তবে কোরআন পড়ার আদব হিসেবে بسم اللہ، اعوذ بالله সহ পড়া হয়, بسم اللہ، اعوذ بالله পড়া না পড়া ফজীলতের জন্য শর্ত নয়। যদি এমন হতো, তাহলে অবশ্যই হাদীসে বিসমিল্লাহ পড়া থেকে নিষেধ করা হতো। কারণ তা কোরআনে কারীমের তেলাওয়াতের আদব পরিপন্থী আর যেহেতু সূরায়ে হাশরের তিন আয়াত পড়ার এ পদ্বতি অনেক হাদীসে এসেছে, তাই এই পদ্ধতির বিপরীতبسم الله না পড়াটাই উত্তম। (১৫/২৭৬/৫৯৬৪)
সুনানে দারেমি : 4/2153, শুআবুল ঈমান : 2/492, তিরমিজি, হাদিস : 5/27