সূরা হাশরের তেলাওয়াত শুনলে পড়ার সাওয়াব পাবে না
প্রশ্ন : বর্তমান সমাজে প্রায় অনেক মসজিদে দেখা যায় যে বাদ ফজর ইমাম সাহেব মুক্তাদীদেরকে সূরায়ে হাশরের তালীম দান করেন অথবা ইমাম সাহেব শুধু পাঠ করেন, আর মুক্তাদীগণ চুপ থেকে শ্রবণ করেন। অথচ আলেম-উলামাদের মুখে সূরায়ে হাশরের ফজীলত সম্পর্কে শুনেছি, সূরায়ে হাশর পাঠ করলে নাকি সত্তর হাজার ফেরেশতা পাঠকারীর জন্য দু’আ করতে থাকে। প্রশ্ন হলো, ইমাম সাহেব মুসল্লিদেরকে তালীম দিলে অথবা তিনি পাঠ করলে আর মুক্তাদীরা শ্রবণ করলে হাদীসে বর্ণিত ফজীলত পাবে কি না?
উত্তর : প্রশ্নে বর্ণিত ইমাম সাহেব তাঁর মুসল্লিদের তালীম দেওয়ার সময় যদি মুক্তাদীগণ ইমামের সাথে মুখে সূরায়ে হাশর পাঠ করে থাকেন তাহলে ইমামের সাথে মুসল্লিগণও হাদীস শরীফে বর্ণিত সূরায়ে হাশর পাঠ করার বিশেষ ফজীলত ও সাওয়াব পাবেন। যদি মুক্তাদীগণ ইমামের সাথে পাঠ না করে শুধু শ্রবণ করেই ক্ষান্ত হন তাহলে কোরআন শ্রবণের সাওয়াব পেলেও হাদীসে বর্ণিত সূরায়ে হাশর পাঠ করার বিশেষ ফজীলত লাভ করতে পারবেন না। (১৫/১২/৫৮৮৩)
মুসনাদে আহমদ : 33/421, শুআবুল ইমান : 2/341, মুসনাদে আহমদ : 14/191