সূরা “স-দ” (ص)-এ সিজদার আয়াত ও শব্দ কোনটি
প্রশ্ন :
১. হানাফী মাযহাব মতে, পবিত্র কোরআনের ২৩তম পারার সূরা ‘স-দ’ (ص)-এ সিজদার আয়াত কোনটি? ২৪তম আয়াত নাকি ২৫তম আয়াত? বর্তমানে মুদ্রিত কোরআন শরীফসমূহে সাধারণত ২৪তম আয়াতের শেষে সিজদা লেখা থাকে, তা ঠিক কি না?
২. বর্তমানে আমাদের দেশে মুদ্রিত কোরআন মজীদসমূহে সিজদার আয়াতের নির্দিষ্ট কোনো শব্দের ওপর একটি সরলরেখা টেনে প্রকৃত সিজদার শব্দের দিকে নির্দেশ করা হয়ে থাকে। সে মতে সূরায়ে স-দ এ সিজদার আয়াতের কোনো শব্দের ওপর সরলরেখা টেনে প্রকৃত সিজদার স্থানের দিকে ইঙ্গিত করা যেতে পারে?
উত্তর : সূরায়ে ‘স-দ’ (ص)-এর সিজদার ব্যাপারে দুই ধরনের উক্তি থাকলেও ফিকাহবিদদের মতে ২৫তম আয়াতের وَحُسْنَ مَآبٍ এর পর সিজদা করার উক্তিটিই গ্রহণযোগ্য। সুতরাং ২৪ নং আয়াতের শেষে সিজদা লেখা ঠিক নয়। বরং وَحُسْنَ مَآبٍ এর ওপর সরলরেখা টানা যথাযথ হবে। (৯/৮৫৮/২৯০২)
রদ্দুল মুহতার : 2/103, কিফায়াতুল মুফতি : 3/415,