সূরা ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াক্ফ করার বিধান
প্রশ্ন : নামাযে সূরা ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াক্ফ করে পড়া সুন্নাত নাকি মিলিয়ে পড়া সুন্নাত? এক মুফতী সাহেব বলেন যে নামাযের মধ্যে সূরা ফাতেহা প্রতিটি আয়াতে ওয়াক্ফ করে পড়া সুন্নাত। শরীয়তের দৃষ্টিতে কোনটি সুন্নাত?
উত্তর : নামাযে সূরায়ে ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াকফ ও মিলিয়ে পড়া উভয়টিই হাদীস দ্বারা প্রমাণিত হওয়ায় কোনো একটিকে সুন্নাতের বহিভর্‚ত বলা যাবে না, তবে ওয়াক্ফ করে পড়া উত্তম। (১৯/৭৯৮/৮৪২৩)
Tag:আয়াতে ওয়াক্ফ