সূরা ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াক্ফ করা
প্রশ্ন : আমরা জানি, নামাযে সূরা ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াক্ফ করে পড়া মুস্তাহাব। কিন্তু একজন আলেম বলেন, প্রতিটি আয়াতে ওয়াক্ফ করে পড়া মুস্তাহাব নয় এবং যে হাদীসে ওয়াক্ফ করে পড়ার কথা আছে সে হাদীসটি ‘মুন্কাতি’। জানার বিষয় হলো, সূরা ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াক্ফ করে পড়া মুস্তাহাব কি না? এবং উক্ত আলেম সাহেবের কথাটি কতটুকু সহীহ?
উত্তর : ফরয নামাযে সূরা ফাতেহার প্রতিটি আয়াতে ওয়াক্ফ করা উত্তম। আর যে হাদীস দ্বারা এটা প্রমাণিত তা মুত্তাসিল ও মুন্কাতি’ উভয়ভাবে বর্ণিত আছে। ইমাম তিরমিযী (রহ.) মুত্তাসিল বর্ণনাকে অধিক শুদ্ধ বলেছেন। উপরন্তু হানাফীদের মতে নির্ভরযোগ্য বর্ণনাকারীর মুনকাতি’ হাদীসও গ্রহণযোগ্য। (১৯/৬২২/৮৩৬৮)
Tag:আয়াতে ওয়াক্ফ