সূরা ইয়াসীন, মুলক ও আলিফ লাম মীম সিজদাহর ফজীলত
প্রশ্ন : (১)‘ফাজায়েলে আমাল’ (বাংলা) পৃষ্ঠা ৮৫ তে লেখা হয়েছে, যথাক্রমে সূরা ইয়াসীন ও সূরা মুলক সম্পর্কে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আমার মন চায়, আমার সমস্ত উম্মতের অন্তরেই সূরা ইয়াসীন ও মুলক থাকুক।” হাদীস দুুটি কতটুকু সহীহ?
(২) এবং ৮৭ পৃষ্ঠায় লেখা হয়েছে যে ব্যক্তি সূরা মুলক ও সূরা আলিফ লাম মীম সিজদাহ মাগরিব ও এশার মাঝখানে পড়বে সে যেন শবে ক্বদরে উপস্থিত থেকে ইবাদত করল। (অর্থাৎ শবে ক্বদরের সমতুল্য আমলের সাওয়াব লেখা হবে) হাদীসটি কতটুকু সঠিক? উপরোক্ত সূরা দুটির আরো ফজীলত সম্পর্কে সহীহ হাদিস জানতে চাই।
উত্তর : (১) “আমার মন চায়, আমার সমস্ত উম্মতের অন্তরে সূরা ইয়াসীন থাকুক” মর্মের হাদীসটি মুসনাদে বায্যার কিতাবে ইবনে আব্বাস (রা.)-এর সনদে বর্ণিত হয়েছে। (৮/৬১১/২১৯৯)
كشف الأستار عن زوائد البزار)مؤسسة الرسالة (۳ /۸۷ (۲۳۰۵) :عن ابن عباس قال: قال النبي صلى الله عليه وسلم: ্রلوددت أنها في قلب كل إنسان من أمتيগ্ধ يعني: يس.
قال البزار: لا نعلمه يروى إلا عن ابن عباس بهذا الإسناد، وإبراهيم لم يتابع على أحاديثه، على أنه قد حدث عنه أهل العلم.
এবং সূরা মুলক সম্পর্কে উল্লিখিত মর্মের হাদীসটি ‘মুসতাদরাক’ কিতাবে ইবনে আব্বাসের সনদে বর্ণিত হয়েছে।
المستدرك على الصحيحين (دار الكتب العلمية) ۱ /۷۵۳ (۲۰۷۶) :عن ابن عباس رضي الله عنهما، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ্রوددت أنها في قلب كل مؤمنগ্ধ – يعني تبارك الذي بيده الملك -. ্রهذا إسناد عند اليمانيين صحيح ولم يخرجاهগ্ধ .
হাদীস দুটি গ্রহণযোগ্য।
(২) “যে ব্যক্তি সূরা মুলক ও সূরা আলিফ লাম মীম সিজদাহ মাগরিব ও এশার মাঝখানে পড়বে, সে যেন শবে ক্বদরে জাগ্রত থেকে ইবাদত করল” এ মর্মের হাদীসটি তাফসীরে দুররে মানসূরে ইবনে উমর (রা.)-এর সূত্রে উল্লেখ রয়েছে।
الدر المنثور (مکتبة الرحاب) ۶ /۵۳۵ : وأخرج ابن مردويه عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم من قرأ {تبارك الذي بيده الملك} و{الم تنزيل} السجدة بين المغرب والعشاء الآخرة فكأنما قام ليلة القدر ۔
সূরা দুটির ফজীলত সম্পর্কে আরো বিভিন্ন হাদীস বর্ণিত রয়েছে। যেমন : কা’ব (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি এ দুটি সূরা পড়বে তার জন্য ৭০টি নেক আমল লেখা হবে, ৭০টি গোনাহ মাফ করা হবে। তার মর্যাদা ৭০ গুণ বৃদ্ধি পাবে Ñ(সুনানে দারেমী)।
سنن الدارمي (دار المغني ) ۴ /۲۱۴۴ (۳۴۵۲): عن كعب، قال: ্রمن قرأ تنزيل السجدة، و تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، كتب له سبعون حسنة، وحط عنه بها سبعون سيئة، ورفع له بها سبعون درجةগ্ধ .