সূরা ইয়াসীন ও ওয়াক্বিআহ-র আমল
প্রশ্ন : মাদ্রাসাসংলগ্ন মসজিদে নিয়মিত ফজরের পর সূরায়ে ইয়াসীন ও এশার পর সূরা ওয়াক্বিয়াহ তেলাওয়াতের মা’মুল রয়েছে। এটা করা হয় সূরাদ্বয়ের ফজীলত লাভ এবং ছাত্রদের মাঝে আমলের অভ্যাস গড়ে তোলার জন্য। তবে কিছুসংখ্যক ছাত্র ও মুসল্লি যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তাই একজন ছাত্র এ দুটি সূরা তেলাওয়াত করে। আর অন্য ছাত্ররা শোনে। যেন যারা পড়তে পারে না, তারা শোনার সাওয়াব পেয়ে যায়। মাদ্রাসা খোলাবস্থায় এই আমল চললেও বন্ধের সময় বন্ধ থাকে। প্রশ্ন হলো, এরূপ (ধারাবাহিকতা বজায় না রেখে) আমল করার শরীয়তের দৃষ্টিতে হুকুম কী?
উত্তর : ফজরের পর সূরায়ে ইয়াসীন এবং রাত্রিবেলায় সূরায়ে ওয়াক্বিআহ পড়ার ফজীলত ও সাওয়াবের কথা হাদীস শরীফে উল্লেখ আছে। তাই ব্যক্তিগতভাবে প্রত্যেকেই উক্ত সূরাগুলো পড়ার অভ্যাস করবে। কেউ পড়তে না জানলে শিখে পড়ার চেষ্টা করবে। প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে পড়া ও শোনার মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা না থাকলেও প্রত্যেকে নিজে নিজে পড়ার যে ফজীলত, বরকত ও সাওয়াব রয়েছে, তা পাওয়া যাবে না। (৬/৪৪৭/১২৭৭)
সুনানে দারেমি : 4/3461, শুআবুল ঈমান : 2/492, মুসনাদে আহমদ : 14/191