সুন্নাতের দ্বিতীয় রাক’আতে জামাআত শুরু হলে করণীয়
প্রশ্ন : জোহরের সুন্নাত নামাযের এক রাক’আত অথবা দুই রাক’আত হয়েছে, এমতাবস্থায় জামাআত দাঁড়িয়ে গেছে। এ ক্ষেত্রে কী করণীয়?
উত্তর : সুন্নাত নামায এক-দুই রাক’আত পড়া অবস্থায় জামাআত দাঁড়িয়ে গেলে দুই রাক’আত শেষ করে সালাম ফিরিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। (৬/২৬)