সিজদার আয়াত তেলাওয়াত করে রুকুতে যাওয়ার বিধান
প্রশ্ন : যদি কোনো ইমাম তারাবীহর নামাযে সিজদার আয়াত তেলাওয়াত করে তার নিয়্যাত করে রুকুতে চলে যায় এবং নামাযের সিজদা ও তেলাওয়াতের সিজদা একত্রে দেয়। তবে তা মুসল্লিদের পক্ষেও প্রযোজ্য হবে নাকি মুসল্লিদের নিয়্যাত করতে হবে? অনুগ্রহ করে দলিলসহ জানাবেন।
উত্তর : প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে তারাবীহর নামাযে নামাযের সিজদা এবং তেলাওয়াতের সিজদা একত্রে দেওয়ার দ্বারা নির্ভরযোগ্য মতানুযায়ী ইমাম ও মুক্তাদী সকলের তেলাওয়াতে সিজদা হয়ে যাবে। এ ব্যাপারে মুক্তাদীদের নিয়্যাত শর্ত নয়।